ক্রীড়া প্রেমীরা হতাশ

মির্জাপুর স্টেডিয়াম বছরের অধিকাংশ সময় ব্যবহার অনুপযোগী

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০১৭ | ৫৪৫

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার একমাত্র স্টেডিয়াম মাঠটি এখন একটি বিশাল পুকুরের রুপ ধারণ করেছে।

এখানে খেলাধুলার পরিবর্তে এখন মাছ চাষের উপযোগী হয়ে পড়েছে। সদরের এই একমাত্র খেলার মাঠটি বছরের প্রায় ছয় মাসই খেলার অনুপযোগী থাকায় স্থানীয় ক্রীড়ামোদিদের মধ্যে হতাশা বিরাজ করছে বলে জানা গেছে। দেশের প্রথম প্রবর্তিত উপজেলা টাঙ্গাইলের মির্জাপুর।

মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠটিই মির্জাপুরের স্টেডিয়াম মাঠ হিসেবে খ্যাত।

১৯৭৯ সালের ২রা এপ্রিল রাষ্ট্রপতির প্রতিশুতি প্রকল্পের ঢাকা বিভাগীয় উন্নয়ন বোর্ডের অর্থে নির্মাণাধীন স্টেডিয়াম মাঠটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালনি টাঙ্গাইল জেলা প্রশাসক রেজাউল ইসলাম। এপর থেকে এই মাটে বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলায় মুখরিত থাকত।

শিশু কিশোর যুবকরা বিকেল হলেই মাঠে চলে আসত।

ক্রীড়া প্রেমী দর্শকরাও একটা ভাল বিকেল অতিবাহিত করতেন। এখন তা শুধু স্মৃতিতেই রয়ে গেছে। একদিকে যুব সমাজ মাদকের দিকে ঝুকে পড়েছে অন্য দিকে মাঠ থাকে বছরের অধিকাঙশ সময় খেলার অনুপযোগী।

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর বর্ষাকলে পানিতে ডুবে পুকুরে পরিনত হয়ে খেলাধুলা বলতে গেলে মির্জাপুর থেকে উঠেই গেছে। গত বছর ২৬ মার্চের অনুষ্ঠান এই মাঠে কর্দমাক্ত স্থানে করা হলেও তার পর থেকে এখন পর্যন্ত এই মাঠ খেলার অনুপযোগী রয়েছে।

বর্তমানে মাঠটি একটি বিশাল পুকুরে পরিনত হয়ে পড়েছে। সাবেক কৃতি ফুটবলা খন্দকার মুফাজ্জল হোসেন দুলালের সাথে কথা হলে তিনি আক্ষেপ করে বলেন মাঠের এই অবস্থায় যুব সমাজকে খেলার দিকে ধাবিত করা সম্ভব হচ্ছেনা।

আমাদের যুব সমাজকে একটি সুন্দর ক্রীড়ার পরিবেশ ফিরিয়ে দিতে মাঠটির একটি সুন্দর ব্যবস্থা অতি দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশা করেন।

এব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সংশ্লিটলষ্ঠদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।