ধনবাড়ীতে রাস্তার কারনে কেড়ে নিচ্ছে অসহায় পরিবারের সহায় সম্বল

ধনবাড়ী সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১০ পিএম, শনিবার, ১২ আগস্ট ২০১৭ | ৫৭৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে ৫ ফুট রাস্তার কারনে কেড়ে নিচ্ছে এক অসহায় পরিবারের সহায় সম্বল বলে অসহায় পরিবার অভিযোগ করেছে।

জানাযায়, ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের সমতকুড় গ্রামের মৃত: ইন্তাজ আলীর ছেলে হাকিম আলী দের চাচা দুদু মিয়া ৫ ফুট প্রস্থের রাস্তা না দিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন।

হাকিম আলীদের বাড়ী হইতে বের হওয়ার একমাত্র রাস্তা প্রতিপক্ষ দুদু মিয়া গংরা জোরপূর্বক জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে ।

এতে করে ঐ এলাকার জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে। হাকিম আলী জানায়, আমরা নীরহ গরীব মানুষ দুদুর ছেলে বিদেশে থাকে তাই তারা টাকার গরমে শুধু মামলা করে আমাদের কে হয়রানি করে ।

বিগত সময়ে আমাদের অনেক গুলো গাছ অন্যায়ভাবে কেটে ফেলেছে তারা। আমরা এ বিষয়ে টাঙ্গাইল কোর্টে মামলা করেছি। বর্তমানে মামলাটির তদন্তভার ধনবাড়ী উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এসেছে।

এ মামলার বিষয়ে ধনবাড়ী উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: শফিকুল ইসলাম জানান, মামলাটি আমার অফিসে তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় সমতকুড় গ্রামের কয়েক সচেতন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায় কী বলমু ভাই দুদু মিয়া ও তার পরিবারের লোকজন ছেলের বউ কেউ ভাল না ছেলে বিদেশে থাকে তাই তারা টাকার দাপট দেখিয়ে শুধু মামলা করে হাকিম আলীদেও পরিবার টিকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

দুদু মিয়ার বাড়ীর এক প্রতিবেশী মহিলা নাম পরিচয় গোপন করে জানায়,স্যার কী কমু তার ছেলের বউর বাপের বাড়ী ধনবাড়ী পৌর শহরের সরদারপাড়া থাকায় ক্ষমতা দেখায়।

এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আকবর হোসেন জানান,আমরা স্থানীয় ভাবে বারংবার আপোষ মিমাংসার চেষ্ঠা করেও বিবাদী দুদু মিয়াদের কারনে ব্যর্থ হয়েছি। তারা স্থানীয় প্রসাশনের আইন কে অমান্য করে শুধু মামলা করে যাচ্ছে।

স্থানীয় ইউপি মেম্বার আব্বাস আলী তিনি জানান, এ ঘটনা নিয়ে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গরা বসেছিল বিবাদীরা কারো কথা নেয় নাই ফলে বিষয়টি অমীমাংসিত রয়েছে।

আমরা প্রসাশনের কাছে দাবী জানাই যে বিষয় তদন্ত সাপেক্ষে জন স্বার্থে রাস্তাটি বের করার জন্য জনসাধারনের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেওয়ার জন্য দাবী করছি।