গাজীপুরে ভোট গণনা শুরু


শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোট অনুষ্ঠিত হয়।
অনিয়মের অভিযোগে ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। গাজীপুরে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপিসহ ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৫৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৯ পদে পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। নির্বাচন কর্মকর্তাদের দাবি, গাজীপুরে সুষ্ঠু হয়েছে ভোট। কোন ধরণের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন আছে।