কালিহাতীতে ট্রাকের চাপায় প্রাণ গেল পথচারীর

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫১ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৪৬১

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় প্রাণ হারালেন এক পথচারী। বুধবার সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার সল্লা ইউনিয়নের টেকপাড়া গ্রামের মৃত জাকের মন্ডলের ছেলে চাঁন মিঞা (৫০)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইবুর রহমান বলেন, চাঁন মিয়া বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে সল্লা বাসস্ট্যান্ডে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।