টাঙ্গাইলে বিনামূল্যে মাস্ক বিতরণ

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫০ পিএম, বুধবার, ২৪ মার্চ ২০২১ | ৫৯৪

করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সদর উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

মাক্স বিতরণ কালে তারা বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাক্স পরতে হবে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।