মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার আয়েশা


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ উন্দারটেক এলাকায় আয়েশা নামের এক গার্মেন্টসের নারী শ্রমিককে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা অভিযোগ পাওয়া গেছে। আয়েশা উক্ত এলাকার ফজল মিয়ার স্ত্রী ও স্থানীয় সালেক টেক্সটাইলের এক জন শ্রমিক।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ মার্চ) উপজেলার সিনাবহ উন্দেরটাক এলাকায় বন বিভাগের জমির সীমানা নিয়ে পাশের বাড়ির নাসির উদ্দিন, আজিজ, সালেহা, জুনায়েদ,শিলাসহ কয়েক জনের সাথে আয়েশার ঝগড়া বাঁধে। ঝগড়ার সময় বিবাদিরা সবাই মিলে আয়েশা বেগমকে একটি গাছের সাথে বেঁধে মারপিট করে। একপর্যায়ে তার মেয়ে ফেরাতে গেল তাকেও মারপিট করা হয়।
এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বিবাদিরা পালিয়ে যায়। এলাকাবাসী আয়েশাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওই দিন বিকালে আয়েশা বেগম বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার ইউপি সদস্যদের দায়িত্ব দিয়ে যায়। গত বুধবার (১৭মার্চ) বিকালে মাতব্বররা চিকিৎসার জন্য চার হাজার টাকা জরিমানা কেও বিচারের রায় দেন। কিন্তু আয়েশা বেগম এই বিচার মেনে নেননি।
আয়েশা বেগম ও তার মেয়ে নুপুর জানান, ৫ থেকে ৬ জন মিলে আমার মাকে গাছের সাথে বেঁধে আমার মাকে নির্যাতন করেছে ও আমি ফিরাতে গেলে আমাকেও মারপিট করে। এখন আবার মামলা উঠানোর জন্য ভয় দেখাচ্ছে।
মামলার দায়িত্বপ্রাপ্ত (এসআই) শামসুজ্জোহা জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করা হয়েছে। নির্যাতিতার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মনোয়ার হোসেন চৌধুরী জানান, আসামিদের দ্রুত গ্রেফতার করা হবে।