মির্জাপুরে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা


টাঙ্গাইলের মির্জাপুরে মাস্ক না পড়ে ঘরের বাইরে অবাধ চলাচলের দায়ে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডে অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
জানা যায়, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরের বাইরে মাস্ক পড়া নি্িশ্চত করতে বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর পুরাতন বাস্সট্যান্ডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় মাস্ক না পড়ে বাইরে আসায় ৫ ব্যক্তিকে ৭০০ টাকা জড়িমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন স্বাস্থবিধি রক্ষায় ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।