পুলিশ সুপার কাপ নারী ফুটবল টুর্নামেন্ট-২০২১
কিশোরগঞ্জকে হারিয়ে নারায়নগঞ্জ জেলা মহিলা দল ফাইনালে


প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফুটবল ম্যাচে নারায়নগঞ্জ জেলা মহিলা ফুটবল দল কিশোরগঞ্জ জেলা মহিলা ফুটবল দলকে নাহারের দেওয়া একমাত্র গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন
(ডিএফএ) আয়োজিত পুলিশ সুপার কাপ নারী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরু থেকে দু’দলই আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। দক্ষ স্টাইকারের অভাবে কোন দলই প্রথমার্ধে গোল করতে পারেনি।
কিশোরগঞ্জ তুলনামূলক ভালো খেলেও খেলার ধারার বিপরীতে নারায়নগঞ্জ একটি পেনাল্টি পেয়ে যায়। কিশোরগঞ্জের ডিবস্কেরের ভিতর কিশোরগঞ্জের ময়না নারায়নগঞ্জের লিপিকে জার্সি টেনে ফেলে দেয়। পেনাল্টি থেকে নারায়নগঞ্জের রাত্রি গোল করতে পারেনি।
রাত্রির দুরন্ত শট বল বার উচিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই সমান তালে খেলতে থাকলেও কাঙ্খিত গোল বের করতে পারেনি। খেলার শেষ দিকে নারায়নগঞ্জের নাহার দুরন্ত ফ্রিকিকে কিশোরগঞ্জের জালে বল পাঠিয়ে খেলায় ব্যবধান গড়ে দেয়।
উল্লেখ্য দুই গঞ্জের খেলোয়াড় তালিকায় ঢাকা প্রিমিয়ার লীগের অংশগ্রহনকরাী বেশীর ভাগ খেলোয়াড় ছিল।
দু’দলে যারা খেলেছে তারা হলো- নারায়নগঞ্জ মহিলা ফুটবল দল- বন্যা, ঝুমু, নাহার, রাত্রি, শায়লা, ইতি, সুরমি, কানন, স্মৃতি ও লিপি।
কিশোরগঞ্জ মহিলা ফুটবল দল- নুপুর আক্তার, জলি, ময়না, জিন্নাত, কল্পনা, ঝুমুর, রনি, স্বর্না, শিখা, ঝুমা ও ছামিয়া।
রেফারী-হারুন অর রশীদ, সহকারী রেফারীঃ মরিয়ম আক্তার, আলআমিন ও আমেনা আক্তার। ম্যাচ রেফারী- শাহিনুর রহমান পিন্টু
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমী বনাম নারায়নগঞ্জ জেলা মহিলা ফুটবল দল।