মির্জাপুরে চাকলেশ্বর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৮ পিএম, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ | ১১৮৩

টাঙ্গাইলের মির্জাপুরে চাকলেশ্বর প্রিডিময়ার ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর একতা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে চাকলেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন হয়।

খেলায় বরাটি-নরদানা একাদশ দল টসে জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৯৯ রান করে। জবাবে গোড়াইল ইউএসএস একাদশ দুই বল হাতে থাকতেই এক উইকেটে বিজয়ী হয়।

উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রবিন। সেরা ফিল্ডার হন আসাদ।

আয়োজক কমিটির সদস্য হাবেল মৃধা ও সুলতান সিদ্দিকী জানান, খেলায় ১৬টি দল অংশ নিবে।