বেনাপোলে বিদ্যুৎ স্পর্শে যুবক নিহত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৪ পিএম, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ | ৪২০

বেনাপোল বড় আঁচড়া গ্রামে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবক বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে সে বড়আঁচড়া গ্রামে লিটনের ভাড়া বাসায় মারা যায়।

নিহত রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের ফকির আহম্মেদের ছেলে এবং সাবেক যশোর-১ ( শার্শা) আসনের এমপি আলী কদর এর নাতি জামাই।

স্থানীয় আশাদুজ্জামান আশা জানায় সে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যাওয়া একটি মাস্ক লাঠি দিয়ে পাড়তে যেয়ে বিদ্যুৎ স্পর্শে মারা যায়।

এঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। সে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন এর একজন সক্রিয় সদস্য।