সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারকে গ্রেফতার

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১ | ৫২৩

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার আসামি, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে গ্রেফতার করা করা হয়েছে। শুক্রবার সকালে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

বিমান বন্দর থানার ডিউটি অফিসার এসআই মো. তাহের বণিক বার্তাকে বলেন, রন হক সিকদার আজ দেশে আসেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দেয়া তথ্যে তাকে হেফাজতে নেয়া হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি দলও সেখানে রয়েছে। 

সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টার মামলা করেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম। মামলায় তিনি অভিযোগ করেন, ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেন সিকদার গ্রুপের দুই পরিচালক। শুধু তাই নয়, তাঁরা দুই কর্মকর্তাকে বনানীর বাসায় জোর করে আটকে রেখে নির্যাতন এবং সাদা কাগজে সই নেন।

দে‌শের অন্যতম শিল্প গোষ্ঠী সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জয়নুল হক সিকদার বুধবার দুপুরে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ জুম্মা তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা। 

জয়নুল হক সিকদারের ছেলেদের মধ্যে রিক হক সিকদার ও রন হক সিকদার এ গ্রুপের পরিচালক। আর মেয়ে পারভীন হক সিকদার সংরক্ষিত আসনের সংসদ সদস্য।