নাগরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০০ পিএম, সোমবার, ৫ এপ্রিল ২০২১ | ৮৬০

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত-ই-জাহানের এর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্ত্বরে ১২ ইউনিয়নের ৮৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বারো ইউনিয়নের সচিব ও গ্রাম পুলিশসহ অন্যান্যরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নেএসব সাইকেল বিতরণ করা হয়। এসময় সিফাত-ই-জাহান বলেন,এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।