লকডাউনে ভ্রমণের ছবি ফাঁস, বিপদে কানাডার অর্থমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৯ পিএম, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ | ৫১২
 
লকডাউনের মধ্যে বিদেশ ভ্রমণে যাওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কানাডার অন্টারিও প্রদেশের অর্থমন্ত্রী রড ফিলিপস। নিষেধাজ্ঞা না মেনে এমন কাণ্ড করায় ক্ষমাও চান তিনি। (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার ফিলিপসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রাদেশিক প্রধান ডগ ফোর্ড।


দেশে ফিরেই টরোন্টো পিয়ারসন বিমানবন্দরে অন্টারিওর সাবেক অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, 'অবশ্যই আমি বড় ভুল করেছি এবং তার জন্য জবাবদিহি করব। আমি এমন সময় ভ্রমণে গিয়েছি যখন সেটা উচিত ছিল না। এ নিয়ে আমি কোনও অজুহাত দেখাব না।' 

অন্টারিওতে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন জারি করে কর্তৃপক্ষ। সব ধরনের ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে কানাডা সরকার।