মির্জাপুরে বাল্যবিবাহের অপরাধে যুবকের কারাদন্ড

মির্জাপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৭ এএম, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯ | ৩৯৩

টাঙ্গাইলের মির্জাপুরে ১২ বছরের এক শিশু কন্যাকে ভাগিয়ে নিয়ে বিয়ের অপরাধে রনি মিয়া (২৫) নামে এক যুবককে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজগর হোসেন এ সাজা প্রদান করেন।

জানা গেছে, মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের নয়া মিয়ার ১২ বছরের শিশু কন্যা লাভলী আক্তারকে ফুসলিয়ে ভাগিয়ে নেয় একই ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে রনি মিয়া। রোববার টাঙ্গাইল আদালতে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউপি মেম্বার নজরুল ইসলাম রনিকে আটক করে। পরে সহকারি কমিশনার আজগর হোসেন বাল্য বিয়ে নিরোধ আইনে রনি মিয়াকে এক বছরের সাজা দেন। শিশু কন্যা লাভলীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন। রনি মিয়া একই কায়দায় একাধিক বিয়ে করেছেন বলে ওই এলাকার মানুষ অভিযোগ করেছেন।