টাঙ্গাইলে ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৩:১৫ পিএম, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ | ৫৯৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের  সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।  

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, আজ ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার এলেঙ্গায় দ্রুতগতি সম্পন্ন উত্তরবঙ্গগামী একটি পিক আপভ্যান পিছন দিক থেকে একটি ট্রাককে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপ হেলপার শহিদুল ও এনামুল মারা যান। গুরুতর আহত হন পিক আপ চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিক আপটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।