নন্দীগ্রামে ভ্র্যাম্যমান আদালতে ২টি হোটেলে জরিমানা


বগুড়ার নন্দীগ্রামে ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে ২টি দোকানে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: শারমিন আখতার সঙ্গীয় ফোর্স নিয়ে এ জরিমানা করেন।
জানা যায়, নন্দীগ্রামের রনবাঘা বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই এর লাইসেন্স না থাকার অভিযোগে হাবিবা হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে ৭ হাজার টাকা ও জিয়া হোটেল এ্যান্ড মিষ্টান্ন ভান্ডার কে ৭ হাজার টাকা জারমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।