বেনাপোল সীমান্তে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

মোঃ সাগর হোসেন,বেনাপোল
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | ৪৭৯
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ছয় কেজি গাঁজাসহ বাবলু মোড়ল (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটক বাবলু পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত-আতিয়ার মোড়লের ছেলে।
 
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ- পরিদর্শক (এসআই) শফি আহমেদ রিয়েল সঙ্গীয় ফোর্সসহ দৌলতপুর গ্রামে অভিযান পরিচালনা করে।এসময় ছয় কেজি গাঁজাসহ বাবলুকে  আটক করা হয়। 
 
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।