টাঙ্গাইলে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫


ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫জন নিহত ও আহত হয়েছে ২ জন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল এলেঙ্গা ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জিয়াউল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৪জন নিহত হয়।
পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরো ২জন। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।