ঘাটাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, রোববার, ১৫ নভেম্বর ২০২০ | ৪৬১

‘ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় সেবাদানকারীর (নার্স) ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর  ১২টায় গুডনেইবারস ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে  সিডিপি প্রাঙ্গণে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,১নং দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম খান,ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.মো.মোমিনুল হাসান হিমেল,ঘাটাইল সিডিপির মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক প্রমুখসহ এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা পরিচালনা করেন গুডনেইবারস ঘাটাইল সিডিপির হেলথ অফিসার মো.জাহাঙ্গীর হোসেন ।