বাসাইলে নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৫৪৫

‘সময় এখন নারীর উন্নয়নে, তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার ( ৬ মার্চ) সকালে টাঙ্গাইলের বাসাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেফালী খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন পারভীন প্রমুখ।