ধনবাড়ীতে উপজেলা ইউএও এবং ভূমি অফিসের কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, রোববার, ১৫ নভেম্বর ২০২০ | ৫৩৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাকাসস কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের  গ্রেড(১৩-১৬) পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নীত করণের দাবীতে রবিবার(১৫ নভেম্বর ২০)ইং সকাল ৯ টা থেকে  বিকাল ৫ টা পর্যন্ত  ৫ দিনব্যাপী পূর্ণ  দিবস কর্মবিরতি পালন করেছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী ও ভূমি অফিসের কর্মরত কর্মচারীরা । 

এসময় বক্তব্য রাখেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের অফিস সুপার  আব্দুর রাজ্জাক, ইউএও অফিসের সিএ আলমগীর হোসেন, ভূমি অফিসের ক্রেডিড চেকিং কাম সায়রাত সহকারী মিনহাজ উদ্দিন সহ অন্যান্যরা। বক্তারা তাদের সকল দাবী বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নিকট দাবী জানান।

এসময় ইউএও অফিসের অফিস সহকারী নাজমুল হাসান, ভূমি অফিসের  সার্টিফিকেট পেশকার শাহ আলম, অফিস সহকারী লতা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।