সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৪১৫

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আবু নোমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা সোয়া বারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের। 

মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে এই দুঘটনা ঘটে।

নিহত আবু নোমান চাপাইনবাবগঞ্জ জেলার নাচোং উপজেলার গোডাউনপাড়া গ্রামের মুত সামাদ বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, আবু নোমান মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে মাথায আঘাত পায়। কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।