নাগরপুরে ৪র্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়ের বিদায় সংবর্ধনা

নাগরপুরে (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৪ এএম, বুধবার, ২২ মে ২০১৯ | ৪৯৩

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ (৫ম উপজেলা পরিষদ) এর প্রথম সভা ও ৪র্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়েরর বিদায় সংবর্ধনা অনুষ্টান হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্টানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৬ ( নাগরপুর- দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ, সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা,বিদায়ী ভাইস চেয়ারম্যান মো.রফিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিয়াসমিন আক্তার জ্যোৎস্না, ওসি আলম চাঁদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম প্রমুখ। এ সময় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের প্রধানগনরাসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।