মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করায় মধুপুরে বিক্ষোভ সমাবেশ

হাফিজুর রহমান.মধুপুর
প্রকাশিত: ০৭:৩৭ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৫২৩

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা:)এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের মধুপুর জলছত্র বাজারের টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করেছে ইত্তেহাদুল মুসলিমীন যুব সংঘ ও অরণখোলা ইউনিয়নের সর্বস্তরের মুসুল্লিরা।

গতকাল শুক্রবার বিকেলে জলছত্র ট্রাক মালিক সমিতির অফিসের সামনে গিয়ে সমাবেত হন। সেখানে গিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ইউপি সদস্য আবুল হোসেন, জলছত্র ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুফতি আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, আরিফুল ইসলাম,মাওলানা ইউছুফ শাহী, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, মিজানুর রহমান, ইত্তেহাদুল মুসলিমীন যুব সংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ শিশির সহ অন্যান্যরা।

বক্তারা তাদের বক্তব্যে দ্রুত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর শাস্তি সহ ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবী ও জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর ছবিতে আগুন ধরিয়ে তার কুশ পুত্তিলিকা দাহ করার মধ্যেদিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন।