মহানবী (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন ও বিক্ষোভ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩১ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ | ৪৬৮

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনিুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিচদের সামনে তাওহিদী জনতার উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের খতিব আলহাজ্ব ড. মোহাম্মদ সালাউদ্দিন আশরাফী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর কেন্দ্রিয় জামে মসজিদের সাধারন সম্পাদক ও মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, ইমাম মাওলানা মোহাম্মদ তাওহীদুল ইসলাম তানজীম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সামাজিক সংগঠন মির্জাপুর শান্তি সংঘের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মো. মিতুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।