গোপালপুরে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা


হোম কোয়ারেন্টাইন না মেনে টাঙ্গাইলের গোপালপুর বাজারে ঘোরাফেরা করার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন। সে গোপালপুর পৌরশহরের দেশ ফার্মিসীর স্বত্বাধিকারী অভিজিৎ দে নিন্টু ।
জানা যায়, সে গত ৩ দিন আগে ভারত থেকে দেশে ফিরে সরকারি নির্দেশনা হোম কোয়ারান্টাইন অমান্য করে গোপালপুর বাজার এলাকায় ঘোরাফেরা করতে ছিলেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে এসে এ জরিমানা আদায় করেন।
এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আলিম আল রাজিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।