রংপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু

এম হামিদুর রহমান লিমন, রংপুর
প্রকাশিত: ০৭:৪৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | ৫৬৪
রংপুরে সড়ক দূর্ঘটনায় রবিউল ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 
 
সে হাজীরহাট রণচন্ডী ডাক্তারপাড়ার খলিলুর রহমানের ছেলে। রবিউল ইসলাম উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
 
হাজীরহাট থানা সূত্রে জানা যায়, বুুধবার বিকেলে হাজীরহাট থেকে মোটরসাইকেলে করে রবিউল ও তার এক বন্ধু শহরের দিকে যাচ্ছিলো। পুরাতন বেতার কেন্দ্রে সামনে আসলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা বাস মোটরসাইকেলসহ রবিউলকে চাপা দিলে ঘটন্থলে তার মৃত্যু হয়।
 
এ ঘটনায় আহত রবিউলের বন্ধুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রবিউলের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
 
হাজীরহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করছি। নিহত যুবকের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমগরে রাখা হয়েছে। অপর যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে সে রবিউলের বন্ধু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।