মির্জাপুরে কয়েকটি দেবীদূর্গা বিসর্জন বাদে শেষ হলো শারদীয় দূর্গাপূজা


টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার নিজ বাড়ি সহ বেশ কয়েকটি দেবীদূর্গা বিসর্জন বাদে উপজেলার বিভিন্ন স্থানে দেবীদূর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গাপূজা।
সকাল থেকেই প্রত্যেকটি পূজা মন্ডপে বিসর্জনের প্রস্তুতি ছিলো হরদোম লক্ষ করার মতো। সিঁদুর রঙ দিয়ে মাতামাতিতেও কোনো কমতি ছিলো না। পূজায় ভক্তদের হাসি কান্না দুটি মিলিয়েই ছিলো।
দেবী দূর্গাকে শেষ দেখার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালের পাশে অবস্থিত লৌহজং নদী, বংশাই নদী ও উপজেলার ছোট বড় নদীর দুই তীরে ভক্তদের ভীড় ছিলো লক্ষ করার মতো।
কিন্তু শনিবার অশুভ দিবস ও বৃষ্টি থাকার কারণে দানবীর রনদা প্রসাদ সাহার নিজ বাড়িসহ বেশ কয়েকটি দেবীদূর্গাকে বিসর্জন দেয়া হয়নি আজ।
আগামীকাল রবিবার সকাল ৭.০০টার দিকে বিসর্জন দেয়া হবে বলে অবগত করেছেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ড. দুলাল চন্দ্র পোদ্দার। ব্যাপক নিরাপত্তা ছিলো প্রশাসনের পক্ষ থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তৎপর উপজেলা প্রশাসন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম মিজানুল হক বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি ছিলো।
পূজা সুষ্ঠুভাবে সমাপ্তির জন্য নীরলসভাবে কাজ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার ভিডিপি।