সখীপুরে পিডিবি কর্তৃক হয়রানীর প্রতিবাদে ভূক্তভোগীদের মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ | ৩৫৮

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যু বিক্রয় ও বিতরণ বিভাগ ( পিডিবি) কর্তৃক ভুয়া বিল,নতুন ট্রান্সফর্মার আনা- পুরাতন ট্রান্সফর্মার মেরামত ও নতুন লাইন সংযোগ, প্রি- পেইড মিটার বসানোসহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার সকাল ১১ টায় মরিচা বাজার এলালাকায় পিডিবি কর্তৃক হয়রানীর স্বীকার স্থানীয় দুই শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ভূক্তভোগীদের পক্ষে সাবেক ইউপি সদস্য বাছেদ আলী, আবদুল করিম, ফজলুল হক, সুব্রত মন্ডল, আবদুল মান্নান, ডা. জাহাঙ্গীর, লালভানু বেগম প্রমুখ বক্তব্য দেন। 

ভূক্তভোগীরা বলেন, মিটার খুলে নেওয়ার পর লক্ষাধিক টাকার ভূয়া বিল, বাশের খুঁটি পরিবর্তনের নামে ঠিকাদার জিন্নাহ সরকারের  লক্ষ লক্ষ টাকা দাবি, নতুন সংযোগ ও মিটার দেওয়ার নামে হয়রানি। মিটার না দেখে অফিসে বসে অতিরিক্ত বিলের হয়রানিসহ নানা অভিযোগ তুলে ধরেন। এসময় তারা অনতিবিলম্বে সখীপুরে বিদ্যু বিক্রয় ও বিতরণ বিভাগ ( পিডিবি) প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বদলি ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান।