বাসাইলে হেল্থ ক্যাম্প উদ্বোধন

বাসাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ পিএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৪৯১


“ছেলের বয়স ২১, মেয়ের ১৮ এর আগে নয় বিয়ে কারো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৬ জুন (মঙ্গলবার)সকালে বাসাইলে “কর্মজীবী ল্রাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর উপকারভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাসাইল উপজেলা পরিষদ, প্রশাসন ও বাসাইল পৌরসভার সার্বিক সহযোগীতায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উক্ত হেলথ ক্যাম্পের উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার(অতি.দা.) নাফিসা আক্তার। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো: মজিবুর রহমান,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবী, বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেফালী খাতুন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন।

উদ্বোধন শেষে ২৫০ জন ভাতাভূগীকে খাবার স্যালাইন, সাবান, প্যাকেট জাতকরণ দুধ ও স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়।
বাসাইলে হেল্থ ক্যাম্প উদ্বোধন