কালিহাতীতে পূজা মন্ডপ গুলোতে

আনসার ভিডিপি সদস্য ও পুলিশ মোতায়েন

কালিহাতী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৫ পিএম, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৫২৩

টাঙ্গাইলের কালিহাতীতে ১৫৯ টি দূর্গা পূজা মন্ডপে মোট ৭৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য ও গুরুত্বপূর্ণ মন্ডপে ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাশেদা পারভেজ জানান, শারদীয় দূর্গোউৎসব সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে এবং প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য সাধারন পূজা মন্ডপে ৪ জন করে ও ঝুকিপূর্ণ মন্ডপ গুলোতে ৬ জন করে ১৬০ টি পূজা মন্ডপে মোট ৭৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুরষ আনসার সদস্য ৪১৮ ও মহিলা আনসার সদস্য ৩১৮ জন।

২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় কালিহাতী থানা চত্তরে এক ব্রিফিংয়ের মাধ্যমে উক্ত আনসার ওভিডিপি সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন জানান, পূজা মন্ডপ গুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোন দূর্ঘটনা রোধকল্পে বিপুল পরিমান আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ ১৫টি পূজা মন্ডপে ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন ও সার্বক্ষনিক ৩টি মোবাইল টিমসহ ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় পুলিশের বিশেষ মোটরসাইকেল টহল টিম দায়িত্বে রয়েছে