দেশে আরো ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫৮

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ | ৪১৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৮৩ এ। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৩টি ল্যাবে ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮টি নমুনা।

গেল ২৪ ঘণ্টায়  আরও ২ হাজার ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।