মির্জাপুরে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭ পিএম, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০ | ১০০৪

টাঙ্গাইলের মির্জাপুরে সোলাইমান হোসেন (২১) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে পুলিশ অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করে।

সোলাইমান মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের মো. গর্জন মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ৪ দিন আগে সোলাইমান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোলাইমানের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের এক দুবাই প্রবাসীর স্ত্রীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। ৪ দিন আগে সোলাইমান নিখোঁজ হন।

বুধবার বিকেলে ভাতকুড়া বিলে অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। রাতে পুলিশ গিয়ে সুরতহাল শেষে মৃতদেহটি উদ্ধার করে।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করেন। মৃতদেহটি পচে গেছে। কয়েকদিন আগেই তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দেয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজীম জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরকীয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।

পারভেজ হাসান
০১৭২২২৪০১৪১/০১৯৫৯৩১০৫৮০
তারিখ: ২৭-০৮-২০২০