সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আসবেন তাই...

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬ পিএম, শনিবার, ৩১ মার্চ ২০১৮ | ৬৯৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক টাঙ্গাইলের নাগরপুরে আসবেন তাই শনিবার সকাল থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীরা।

তবে শেষ অবদি তিনি আসলেন না। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখা আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস স্মরনে আলোচনা সভা, বই বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিকের। এ অনুষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষে ব্যানার, পোষ্টারসহ ব্যাপক প্রচার ও প্রচারনা চালানো হয়।

শনিবার সকালে স্থানীয় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে শুরু হয় এ অনুষ্ঠান। দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যম কর্মীদের জানানো হয় প্রধান অতিথি আসছেন না।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখার আহবায়ক মোঃ আজিজুল হক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, ওসি মাইন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজ ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখার সদস্য সচিব মোঃ মো. মাইদুল ইসলাম জিপু।