নাটোরে অগ্নিকান্ডে দুই বাড়ি পুড়ে ছাই

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭ এএম, রোববার, ২৪ মার্চ ২০১৯ | ৪৩৪

নাটোরের বাগাতিপাড়ায় রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাত হয়ে দুটি বাড়ির ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার উপজেলার জামনগর ইউনিয়নের কালিকাপুরের দহপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, দহপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে জালাল উদ্দিন এবং তার চাচা কিসমত আলী। ক্ষতিগ্রস্ত জালাল উদ্দিন জানান, সকালে রান্না শেষ করে তার স্ত্রী বাড়ির বাইরে ছিলেন।

সেসময় রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তার বাড়ির শয়ন ঘরসহ চারটি এবং তারা চাচা কিসমত আলীর ২টি ঘর ও ঘরে থাকা চাল, ধান, পাট, নগদ অর্থ, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।