ভালুকায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ এএম, শনিবার, ২২ আগস্ট ২০২০ | ৬০৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর শহরের ভালুকা সরকারি কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

তিনি জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের একটি বাস। কলেজগেট এলাকায় ইউটার্ন নেয়ার সময় বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের  মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুটি শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।