সিনহা হত্যায় টেকনাফে শুরু হলো গণশুনানি

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৩:১১ পিএম, রোববার, ১৬ আগস্ট ২০২০ | ২১৪

বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে টেকনাফে রোববার সকাল থেকে গণশুনানি শুরু হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে।

গণশুনানিতে তদন্ত কমিটির চারজন সদস্য---চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন এবং রামু ক্যান্টনমেন্টের লেফটেনেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন উপস্থিত রয়েছেন।

গণশুনানিতে সাক্ষ্য দেয়ার জন্য সকাল থেকে এ পর্যন্ত ১২ জন মানুষ নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়েছেন বলে জানা যাচ্ছে।

এজন্য সকাল থেকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ এবং সেনাসদস্যের পাশাপাপশি স্থানীয় বাসিন্দারাও জড়ো হয়েছেন।

গত ১২ই অগাস্ট এক গণবিজ্ঞপ্তি জারি করে গণশুনানির ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ১৬ই অগাস্ট রোববার সকাল ১০টা থেকে এই গণশুনানি হবে, যেখানে ঘটনার দিন অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হবার আগে, ঘটনার সময় এবং ঘটনার পরবর্তী পরিস্থিতি যারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন, তাদের গণশুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

গত ৩১ শে জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান।