সখীপুরে মহান বিজয় দিবস পালিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, রোববার, ১৬ ডিসেম্বর ২০১৮ | ৪২৩

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ দিবস উপলক্ষে শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্যারেড, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্গন, ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুর রহমান, ওসি আমির হোসেন সালামী মঞ্চে প্যারেডের সালাম গ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, পৌর মেয়র আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক সকল কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।