কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এ্যাটেনডেন্ট করোনায় আক্রান্ত! সুস্থ-৩২


টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এ্যাটেনডেন্ট রফিকুল ইসলাম (৪০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। এদিকে সুস্থ হয়েছেন ৩২ জন।
শনিবার (১৮জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।
আক্রান্ত রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, ইতিপূর্বে কালিহাতী সার্কেল এএসপি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত মঙ্গলবার (১৪ জুলাই) তার কার্যালয়ে গিয়ে তার অন্যান্য স্টাফদের নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন তিনি।
পরের দিন বুধবার রাতে তার জ্বর হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি করোনা ভাইরাসের নমুনা দেন। পরে শনিবার (১৮ জুলাই) সকালে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুস্থ থাকায় তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানা গেছে।