মির্জাপুরে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু


টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক ঘটনায় ট্রাক হেলপার ও মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকালে এবং গতকাল মঙ্গলবার সন্ধায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার সিমেন্ট বোঝাই ট্রাকের অজ্ঞাত পরিচয় হেলপার (২৫) এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের মাদরাসা ছাত্র ইমন হোসেন (১২)।
জানা যায় বুধবার সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস হেলপারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক হেলপারের মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল ঘটনা সত্যতা স্বীকার করে বলেন সিমেন্ট বোঝাই ট্রাক ও মরদেহ থানার হেফাজতে আছে।
অন্যদিকে মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্র ইমন নিজ ঘরে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন আটিয়া মামুদপুর গ্রামে আব্দুস সালাম ইউনূসের ছেলে। সে উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদরাসার ছাত্র।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।