ঘাটাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১ পিএম, বুধবার, ৩ জুন ২০২০ | ৪৮৩

টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে রাফি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ জুন) উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নে শিমলা পুর্বপাড়া গ্রামে দুপুর ১২টায়  এ ঘটনায় ঘটে।

নিহত শিশু শাহ্আলমের ছেলে। তিনি ঢাকা ওয়ালটন কোম্পানীতে কর্মরত।

স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলার ঘাটাইল ইউনিয়নের শিমলা পুর্বপাড়া গ্রামের গৃহবধূ মুক্তা বেগম সাংসারিক কাজে ব্যস্ত থাকার কারণে ছেলে রাফি খেলতে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে বাচ্চাকে না পেয়ে খুঁজতে থাকেন পরিবার সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে তার নিথর দেহ ভেসে উঠলে দ্রত রাফিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইফুর রহমান খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।