মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার ওপর উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:১৫ পিএম, বুধবার, ৩ জুন ২০২০ | ৬০৮

‘মৃত্তিকা গবেষণা ও গবেষণা সুবিধা জোড়দারকরণ প্রকল্পের’ আওতায় উপজেলা ভুমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকার ওপর ৫ দিনব্যাপী উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা  আজ বুধবার থেকে খামারবাড়ি মিলনায়তনে শুরু হয়েছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামারুজ্জামান।

স্বাগত বক্তৃতা করেন টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহসানা আক্তার। কর্মশালায় টাঙ্গাইল সদর ও নাগরপুরের ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।