পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:২০ পিএম, শনিবার, ১৬ মে ২০২০ | ৫২৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। 

শনিবার (১৬ মে) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। 

প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি ও এক লিটার তেল দেওয়া হয়।