মির্জাপুরে সুরক্ষা সামগ্রী দিলো গণস্বাস্থ্য কেন্দ্র

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩১ পিএম, শনিবার, ৯ মে ২০২০ | ৬১২

করোনা মোকাবেলায় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করতে বেশ কিছু চিকিৎসা সুরক্ষা সামগ্রী উপহার দিয়ে পাশে দাঁড়িয়েছেন দেশের আলোচিত ও স্বনামধণ্য সেই গণস্বাস্থ্য কেন্দ্র। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিষ্ঠানটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৬শত পিপিই, ৩ হাজার হ্যান্ড গ্লাভস, ১২শত সার্জিকাল মাস্ক ও ১৮০টি আই প্রোটেকটিং চশমা প্রদান করেছেন।

শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স হলে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ডিরেক্টর (স্বাস্থ্য) ডা. রেজাউল করিম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানমের হাতে এই সুরক্ষা সামগ্রী গুলো তুলে দেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র ডিরেক্টর ডা. রেজাউল করিম জানান, করোনা মোকাবেলায় গণস্বাস্থ্য কেন্দ্র শুধু চিকিৎসা সুরক্ষা সামগ্রী নয় খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছে। প্রায় ১ লক্ষ লোককে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ফান্ড গঠন করে চলেছেন তারা।

সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ একাব্বর হোসেন, উপজেলা পরিষদ চেয়ার‌্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলে