টাঙ্গাইল শহরের কাগমারীতে

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ৪৪৭

টাঙ্গাইল শহরের কাগমারীতে (আজ) বৃহস্পতিবার সকালে বিদ্যুতের খুটি ভর্তি টাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে এক মটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

তার নাম ইমান আলী (৩৭)। সে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের গন্দপপুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে। সে একজন ব্যবসায়ী, সকালে শহরের পার্ক বাজারে লেবু বিক্রি শেষে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এই দূঘর্টনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

এ ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্বার করে মর্গে প্রেরন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বেপরোয়া গতিতে ট্রাক্টরটি নাগরপুরের দিকে যাচ্ছিলো।

এসময় মটরসাইকেলটি সাইট নিতে গেলে টাক্টরের চাকায় পিষ্ঠ হয়, ঘটনাস্থলেই মারা যায় সে।