টাঙ্গাইলে আয়কর মেলার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭ | ৫০২

‘‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’’ স্লোগনে টাঙ্গাইলে চার দিনব্যাপী আয়কর মেলার আয়কর মেলার-২০১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

অাজ বৃহস্পতিবার  সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টাঙ্গাইল ক্লাবের হল রুমে এ মেলার উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এমপি।

কর কমিশনার সুলতানা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সাইন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ.এস.এম. সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন। পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১৪টি স্টল অংশ নিচ্ছে।