কালিয়াকৈরে ধানক্ষেত দিয়ে ইটের রাস্তা নির্মাণের অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৭ পিএম, সোমবার, ২৮ মার্চ ২০২২ | ৪২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় রোববার রাঁতের আঁধারে কৃষকের ধান ক্ষেত দিয়ে ইটের রাস্তা নির্মাণ করার অভিযোগ স্থানীয় মাটি ব্যবসায়ীদের নামে। এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে হতাশায় ভূগছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

এলাকাবাসী, ক্ষতিগ্রস্থ কৃষকদের অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় হাজী মো. আলী হোসেনের মালিকানাধীন ধান ক্ষেত নষ্ট করে পার্শ্ববতী বংশাই ও ঘাটাখালী নদীর মিলিত স্থানের আশপাশের কৃষি জমির মাটি লুটের চেষ্টা চালায়। ওই ঘটনায় গতকাল রাঁতেই ওই ফসলি জমির মালিকের কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে সোহেল ও আতিক নামের দুই মাটি ব্যবসায়ীর নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাঁতের আঁধারে ধানক্ষেত নষ্ট করে  ইটের রাস্তা তৈরি করেছে। অভিযোগ দেওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে এভাবে একের পর এক ক্ষতি করতে পারতো না বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক।

অভিযুক্ত মাটি ব্যবসায়ী সোহেল রানা জানান, সেখানে রাস্তা বানানোর বিষয়ে আমাদের নামে থানায় অভিযোগ হয়েছে। তবে ধান ক্ষেত নয় এটা সরকারী রাস্তা বলে তিনি দাবী করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আফজাল হোসাইন জানান, রাঁতের আঁধারে ধান ক্ষেতে রাস্তা তৈরির ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত জানান, ওই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।