মির্জাপুরে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭ | ৪৩৮

টাঙ্গাইলের মির্জাপুরে সরকার গৃহীত টেকসই উন্নয়ন বিষয়ক চলমান কার্যক্রম (এসডিজি) সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদ হাসান।


টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ।


সরকারের টেকসই উন্নয়নে দেশের সর্বস্তরের জনগণ কিভাবে অংশগ্রহন করতে পারে সেবিষয়ে ধারনা দেওয়া হয়। সরকারের লক্ষ অনুযায়ী সকলের অংশগ্রহনে টেকসই উন্নয়নে সফলতা আসবে বলে সভায় আশাবাদ ব্যাক্ত করা হয়।