নাটোরে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু


নাটোর-পাবনা মহসড়কের বড়াইগ্রাম উপজেলার সীমানা সংলগ্ন কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় রহিম তালুকদার (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
নিহত রহিম তালুকদার জেলার লালপুর উপজেলার গোধড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, কিছুটা মানসিক প্রতিবন্ধী রহিম তালুকদার মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
সম্ভবত রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় কদমচিলান এলাকায় তিনি মারা যান। পরে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশের টিম নিহতের লাশ উদ্ধার করে।