বিদেশি জাহাজের ক্যাপ্টেনসহ ৬ চীনা নাবিক আইসোলেশনে

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫১ এএম, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | ৪৫৯

বাগেরহাটের মোংলা বন্দরে কয়লা বোঝাই বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ চীনা নাবিককে আইসোলেশনে রাখা হয়েছে।

সোমবার বিকালে বন্দরের করোনা পর্যবেক্ষন পরিচালনা কমিটির প্রধান ডাঃ সুফিয়া খাতুন  এ তথ্য নিশ্চিত করেছেন।

মোংলা বন্দরের হারবাড়িয়ার ৭ নং বয়া এলাকায় করোনা ভাইরাস সন্ধেহে কয়লা বোঝাই বিদেশি জাহাজের ক্যাপ্টেন সহ ৬ চায়না নাবিককে আইসোলেশনে রাখা হয়েছে একারনে ওই জাহাজের পন্য খালাসের কাজ বন্ধ রয়েছে।

ডাঃ সুফিয়া খাতুন আরো জানান,সিঙ্গাপুর থেকে কয়লা বোঝাই জাহাজ চট্রগ্রাম বন্দরে আসে, নাবিকরা সেখান থেকে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকার পর আজ (সোমবার ,২৭ এপ্রিল) দুপুর সোয়া ৩ টায় মোংলা বন্দরের হারবাড়িয়ার ৭নং বয়া এলাকায় আসে। নাবিক সহ তাদের ৬জনের শরীরে জ্বর থাকায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আজ (মঙ্গলবার) পুনরায় পরীক্ষা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। ওই জাহাজের পণ্য খালাসের কাজও বন্ধ রয়েছে। জাহাজটিতে মোট ২০ জন চীনা নাবিক রয়েছেন এবং ৩০ হাজার মেঃ টন কয়লা রয়েছে।